অনলাইন ডেস্ক: ‘বিজেপির ‘গেরুয়া’ হল নকল, আসল গেরুয়া হল সেবাশ্রম সংঘ আর রামকৃষ্ণ মিশন, ওরা খায়-দায়, ঘুরে বেড়ায় আর ভাষণ দেয় বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আসল গেরুয়া হল ভারত সেবাশ্রম সংঘ আর রামকৃষ্ণ মিশন যারা মানুষের সেবা করে। ওদের গেরুয়া, দল করার জন্য আর মিথ্যে কথা বলার জন্য।’
তিনি দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানেবক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ‘যারা ধর্ম-ধর্ম করে, তারা ধর্মের জন্য এক ইঞ্চিও করে না। ধর্ম যার যার নিজের। আমি সব ধর্মকে সম্মান করি, ধর্মকে বিক্রি করি না।
পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে একটি উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু কেউ কেউ বললেন, মুসলিমকে কেন চেয়ারম্যান করা হচ্ছে? আমি উন্নয়নের কাজ করব সেখানে হিন্দু-মুসলমান মহিলা-পুরুষ দিয়ে কি হবে? ওঁরা শুধু ঝগড়া, বিরোধিতা আর ধর্মের ভেদাভেদ করে।’
মমতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা সকলে ঈদ, বড়দিন, গুরু নানক জয়ন্তী, দুর্গাপুজোয় অংশগ্রহণ করি। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ‘যত মত তত পথ’। বেলুড় মঠেও একটা ‘মাজার’ আছে।’
তাঁর প্রশ্ন, ‘মানব শরীর কি কোনও অঙ্গ ছাড়া সম্পূর্ণ হয়? একটি পরিবারেও অনেক সদস্য থাকেন। সমাজ সমস্ত মানুষকে নিয়েই তৈরী হয়।’
উল্লেখ্য দক্ষিণেশ্বরে উদ্বোধন হওয়া স্কাইওয়াক বরাবর দু’ধারে থাকছে মোট ১৪টি চলমান সিঁড়ি, চারটি লিফট এবং আটটি সিঁড়ি। এরফলে, সাধারণ মানুষ যে কোনও জায়গা থেকে স্কাইওয়াকে উঠতে ও নামতে পারবেন। প্রত্যেকটি লিফটে একবারে ২০ জন মানুষ ওঠানামা করতে পারবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্কাইওয়াককে শুধু ভারতের নয়, গোটা বিশ্বের জন্য একটা ‘মডেল’ বলে অভিহিত করেছেন।